Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


৬ মে ২০২০ ২০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানাধীন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। তার নাম মো. আলী হোসেন (৪৪)।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম সজল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া মঙ্গলবার (৫ মে) রাত আড়াইটার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান চালিয়েব ৫ কেজি গাঁজাসহ মো. ফয়সাল আহমেদ শুভ (১৯) নামে অপর এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।’

বিজ্ঞাপন

র‌্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম সজল জানা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন জানায় যে, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গোপনে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মাধ্যমে বিশেষ কায়দায় লুকিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাঁজা গাঁজা বিক্রি মাদক বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর