Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক কর্মীরা মাসে সর্বোচ্চ ১০ দিনের প্রণোদনা পাবেন


৭ মে ২০২০ ০২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী ১০ কার্যদিবস সশরীরে ব্যাংকে উপস্থিত থাকলে তাকে অতিরিক্ত পূর্ণ একমাসের সমপরিমাণ বেতন পাবেন। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী এক মাসে ১০ কার্যদিবসের বেশি ব্যাংকে উপস্থিত থাকলেও অতিরিক্ত বেতন পাবেন না। এ ক্ষেত্রে তিনি নিজ নিজ ব্যাংকের নিয়ম অনুযায়ী ১০ কার্যদিবসের বেশি দিনগুলোর জন্য অনুপাতিক হারে ভাতা পাবেন।

বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক কর্মকর্তারা ১০ কার্যদিবস ব্যাংকে উপস্থিত থাকলে একমাসের বেতন অতিরিক্ত পাবেন। এ ক্ষেত্রে কেউ ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে ওই ভাতা পাবেন। তবে কেউ ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি উপস্থিত থাকার প্রয়োজন হলে নিজস্ব নীতিমালা অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংক।

একমাসের বেতন প্রণোদনা বাংলাদেশ ব্যাংক ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর