Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি’


৭ মে ২০২০ ১৩:৪৬

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শনিবার (৯ মে) থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজান উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে এবার ১০ গুণ বেশি পণ্য মজুদ করা হয়েছিল। সেজন্য করোনা পরিস্থিতিতে টিসিবি ভালো সেবা দিতে পেরেছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মজুদ রয়েছে তাতে আগামী ৪ মাস সরবরাহ ও দামে কোনো প্রভাব পড়বে না। শনিবার থেকে টিসিবির পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে, যা এতদিন ছিল ৩৫ টাকা।’

করোনা পরিস্থিতে বিভিন্ন দেশ ক্রয়াদেশ যাতে বাতিল না করে সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমদানিকারকদের চিঠি দেওয়া হচ্ছে, যাতে করোনা পরিস্থিতি মোকাবিলার বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে।’

তিনি আরও বলেন, ‘রেলে ভারত থেকে পণ্য আমদানির জন্য চারটি রুট ঠিক করা হয়েছে। রুটগুলো হলো- হিলি, বিরল, দর্শনা ও বেনাপোল।’

ঈদের আগে মার্কেট খোলার বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা?- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কেট খোলার বিষয়ে কোনো কঠোরতা নেই। যারা চাইবে না তারা খুলবে না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে কাউকে চাকুরি থেকে ছাঁটাই করা যাবে না। তৈরি পোশাক কারখানায় যারা কাজে যোগ দিতে পারেনি তাদের ৬০ থেকে ৬৫ শতাংশ বেতন দিতে হবে। আর যারা কাজ করেছে তাদের দিতে হবে শতভাগ বেতন।’

২৫ টাকা টপ নিউজ টিপু মুনশি টিসিবি পেঁয়াজ বাণিজ্যমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর