মার্চের বেতন না দেওয়া পোশাক মালিকদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
৭ মে ২০২০ ১৭:৩৫
ঢাকা: যেসব পোশাক কারখানার মালিকরা তাদের শ্রমিকদের মার্চ মাসের বেতন দেননি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের গ্রেফতার করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, যেসব গার্মেন্টস মালিকরা শ্রমিকদের মার্চ মাসের বেতন দেননি, তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাদের কারখানা ও সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। অবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। আর বেতন দিতে হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও গ্রেফতার করেই দেওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারকে ভূমিকা রাখতে হবে।
আমিরুল হক আমিন আরও বলেন, তিন শতাধিক কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। এসব কারখানায় ২ লাখের বেশি শ্রমিক কাজ করে। বেতন না পাওয়ায় তারা বাড়ি ভাড়া দিতে পারেনি। খাবারের সংকটে আছে। সব মিলিয়ে তারা একটি দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। এসব শ্রমিকের দায়িত্ব নেওয়া সরকারের দায়িত্ব। আর ওইসব মালিকের সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমেই সরকার সেই দায়িত্ব নিতে পারে।
মানববন্ধনে সংগঠনের নেতা কামরুল হাসান, সাফিয়া পারভীন, রফিকুল ইসলাম, নাসিমা আক্তারসহ আরও অনেকে অংশ নেন।
গ্রেফতারের দাবি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বেতন না দেওয়া পোশাক মালিক মার্চ মাসের বেতন সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি