ইভেন্ট লজিস্টিক কর্মীদের জীবিকা সুরক্ষায় সাপোর্ট ফোরাম গঠন
৭ মে ২০২০ ২১:০৭
ঢাকা: দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ইভেন্ট লজিস্টিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জীবিকা সুরক্ষায় ইভেন্ট লজিস্টিকস সাপোর্ট ফোরাম অব বাংলাদেশ (ইএলএসএফওবি) গঠন করা হয়েছে। সংগঠনটি পাঁচ লাখের বেশি কর্মকর্তা, কর্মচারীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে।
নতুন এই ফোরামটি ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডারস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (ভিইএসপিবিএস)’, ‘লাইট অ্যান্ড সাউন্ড বিজনেস কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন লিমিটেড (এলএসবিএ)’ ও বাংলাদেশ সাউন্ড লাইট অ্যান্ড লজিস্টিকস রেন্টাল কো-অপারেটিভ (বিএসএলএলআর) এর ঐক্যমঞ্চ।
ইএলএসএফওবি’র আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফুয়াদ শিহাব, সদস্য সচিব রফিকুল ইসলাম, অর্থ সচিব এ জেড মামুন। ফোরামে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি আছে।
ফোরামের আহ্বায়ক ফুয়াদ শিহাব বলেন, “১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইতিহাসের অংশ আমাদের শিল্প প্রতিষ্ঠান ‘কলরেডি’। তার আগে ও পরে আজতক রাষ্ট্রীয়, শিল্প-বাণিজ্য-সংস্কৃতিসহ অন্যান্য মন্ত্রণালয়; সরকারি, বেসরকারী, ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান, সভা, সেমিনার; বিয়েসহ সব ঘরোয়া অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব আমরা পালন করছি। আমাদের সবার ঘাম, হাড়ভাঙা শ্রম, একনিষ্ঠ অবদান তেমন করে সরকার, শীর্ষ নেতৃবৃন্দ, সুশীল সমাজ কারোই নজরে আসেনি, পাশে দাঁড়াননি।”
আহ্বায়ক ফুয়াদ শিহাব বলেন, ‘দেশব্যাপী করোনাভাইরাসে মুজিব শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজনসহ ইভেন্ট লজিস্টিক শিল্পের সব ধরনের কার্যক্রম আচমকা বন্ধ হয়েছে। আমাদের সর্বশেষ অনুষ্ঠান ছিল এই বছর ১৯৭১ সালের ৭ মার্চের স্মরণে ‘জয় বাংলা কনসার্ট’। তারপর থেকে বিপর্যয়ের পড়েছে আমাদের শিল্পখাত। আর চলতি বছর মুজিববর্ষ উদযাপনের আয়োজন করতে আমরা গতবছর থেকে এলইডি ডিসপ্লে, স্পিকার, ট্রাস (স্টেজ ইকুইপমেন্ট), গোডাউন ভাড়াসহ নানা প্রয়োজনীয় উপকরণের আগাম বুকিং দিয়েছি। অন্যান্য ক্ষেত্রেও বিপুল বিনিয়োগ করেছি, কিন্তু এখন আমরা প্রায় সর্বস্বান্ত। এ মুহূর্তে পাঁচ লাখের বেশি কর্মী কর্ম ও রোজগারবিহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে নানা প্রণোদনা দিচ্ছেন। সে সহায়তা থেকে যাতে বঞ্চিত না হই, সে জন্য কর্তৃপক্ষের বিবেচনা ও সজাগ দৃষ্টির আহ্বান জানাচ্ছি।’