ভারতে ট্রেনে কাটা পড়ে ১৫ শ্রমিকের মৃত্যু
৮ মে ২০২০ ১৪:৩০
ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গবাদে রেল লাইনে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে ১৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
এদিকে, নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে আরোপিত লকডাউনের মধ্যে ১৫০ কিলোমিটার হেঁটে ক্লান্ত হয়ে ২০ জন শ্রমিকের একটি দল রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়ে। ভোররাতের দিকে একটি মালগাড়ি আসলে তাদের মধ্য থেকে পাঁচ জন প্রাণে বেঁচে যান। বাকি ১৫ জনের মৃত্যু হয়।
বেঁচে যাওয়া পাঁচ জনের মধ্যে চার জন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন মহারাষ্ট্র পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মোকশাদা পাতিল।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শ্রমিকদলের গন্তব্য ছিল মধ্যপ্রদেশ। তারা ভেবেছিলেন লকডাউনের মধ্যে কোনো ট্রেন চলবে না। তাই রেল লাইনেই ঘুমিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ভোর পাঁচটার দিকে মুম্বাই থেকে আসা একটি মালগাড়ি ঘুমন্ত শ্রমিকদের ওপর দিয়ে চলে যায়। এতে ১৫ শ্রমিকের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ওই শ্রমিকদের দলে কোনো শিশু ছিল না। এছাড়াও, ভারতের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময় মালগাড়ির চালক সর্বাত্মক চেষ্টা করেও গতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।