Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানির অভিযোগ, বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান


৮ মে ২০২০ ১৭:২১ | আপডেট: ৮ মে ২০২০ ২১:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ২৭ বছর আগে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা রিডি নামে এক নারী। শুক্রবার (৮ মে) এ খবর জানিয়েছে বিবিসি।

১৯৯২-৯৩ সালে জো বাইডেন যখন ডেলোয়ারের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তার সহকারী ছিলেন তারা রিডি। সে সময় একদিন কর্মস্থলে তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন জো বাইডেন। এবং তার ইচ্ছার বিরুদ্ধেই তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ব্যাপারে চাপাচাপি করেন।

ওই সময় রিডি তাকে ফিরিয়ে দিলে বাইডেন তাকে গালমন্দ করেন।

এদিকে, সাংবাদিক মেজিন কেলিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা রিডি বলেন, এরকম চারিত্রিক অবস্থা নিয়ে কারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার যোগ্যতা থাকার কথা না। তারপরও যেহেতু জো বাইডেন লড়ছেন, তার প্রতি আমি আহ্বান জানবো তিনি যেন প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন তার বিরুদ্ধে আনা এই অভি্যোগ অস্বীকার করেছেন।

এছাড়াও অনেকেই তারা রিডির লাই ডিটেক্টর টেস্ট করানোর ব্যাপারে বলেছেন। এ ব্যাপারে, রিডি বলেন, জো বাইডেন যদি এই ইস্যুতে লাই ডিটেক্টর টেস্ট দেন, তাহলে তিনিও লাই ডিটেক্টর টেস্ট দিতে রাজি আছেন।

জো বাইডেন তারা রিডি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর