চট্টগ্রামে ৮ বিপণিকেন্দ্র চালু না করার সিদ্ধান্ত
৮ মে ২০২০ ১৮:২০
চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউন শিথিলের সরকারি নির্দেশনা জারি হলেও, চট্টগ্রাম নগরীর আট বিপণিকেন্দ্র চালু হচ্ছে না। শুক্রবার (০৮ মে) বিকেলে নগরীর প্রবর্তকের মিমি সুপার মার্কেটে জরুরি বৈঠকে ব্যবসায়ী সমিতির নেতারা এ সিদ্ধান্ত নেন।
বিপণি কেন্দ্রগুলো হলো – নগরীরর জিইসি মোড়ের স্যানমার সিটি শপিংমল, সেন্ট্রাল প্লাজা, দুই নম্বর গেটের ফিনলে স্কয়ার, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, প্রবর্তকের মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও কল্লোল সুপার মার্কেট, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার।
স্যানমার সিটি শপিংমল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, বৈঠকে ঈদ উপলক্ষে স্বল্প সময়ের জন্য মার্কেট না খোলার পক্ষে মত দেন অধিকাংশ ব্যবসায়ী নেতা।
তাদের মতে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেসব স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে তা মানা অনেক কঠিন। আর দোকান মালিক ও কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে আসবেন। ক্রেতারাও আসবেন। তাদের কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে অন্যরাও ঝুঁকিতে পড়বেন। আর স্বল্প সময়ের জন্য মার্কেট চালু করা লাভজনক হবে না।