Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া ৪০ শতাংশ মওকুফের আহ্বান


৮ মে ২০২০ ১৯:১১

আশুলিয়া: শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া ৪০ শতাংশ মওকুফ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিল্প পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার (৮ মে) দুপুরে শিল্প পুলিশ কার্যালয়ে জনপ্রতিনিধি ও বাড়ির মালিকদের এক মত বিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

এদিকে, নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক মন্দা কাটাতে শিল্পাঞ্চলে বাড়ির মালিকদের পোশাক শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সভার বক্তারা।

অন্যদিকে, মত বিনিময় সভায় বাড়ি মালিকরা নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সানা শামীনুর রহমান।

পরে, শিল্প পুলিশের পক্ষ থেকে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পোশাক শ্রমিক বাড়িভাড়া বাসামালিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর