মুন্সীগঞ্জে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত
৮ মে ২০২০ ১৯:৩৩
মুন্সীগঞ্জ: জেলায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ২৪৩ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন এবং শ্রীনগর উপজেলায় ১২ জন।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা থেকে ১ হাজার ৪১৫টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ১ হাজার ১৩৬টি নমুনার রিপোর্ট এসেছে। জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের।
এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯৭, সিরাজদিখান উপজেলায় ৫০, শ্রীনগরে ৩৬, লৌহজং উপজেলায় ২৬, টঙ্গীবাড়ি উপজেলায় ১২ এবং গজারিয়ায় ২১ জন করোনা আক্রান্ত রয়েছেন বলেও জানান জেলা সিভিল সার্জন।