Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার ইফতার-সেহেরির একমাত্র সঙ্গী বোন সেলিমা


৮ মে ২০২০ ২২:১৪

ঢাকা: হোম কোয়ারেনটাইনে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতার-সেহেরির একমাত্র সঙ্গী তার বোন সেলিমা ইসলাম। তবে ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা প্রতিদিন বিকেলে এসে সব কিছু ঠিক করে দিয়ে যান।

শুক্রবার (৮ মে) গণমাধ্যমকে এ কথা জানান সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘অসুস্থতা থাকলেও উনি (বেগম খালেদা জিয়া) রোজা রাখছেন। প্রতিদিন আমরা দুই বোন একসঙ্গে ইফতার করি। আর কেউ থাকে না। রাতে খাবারও এক সাথেই হয়। আমার ছোট ভাইয়ের স্ত্রী (শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা) বিকেলে এসে সব কিছু ঠিক করে দিয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উনি কোয়ারেনটাইনে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতা এখনো কাটেনি, অগ্রগতি ধীরগতিতে হচ্ছে। এখনো তার হাত-পায়ে ব্যথা আছে, হাতের আঙ্গুল আগের মতোই বাঁকা আছে, ডায়াবেটিসও অনিয়ন্ত্রণে।’

বাসার বাইরে বিশেষ করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর যে দাবি পরিবারের পক্ষ থেকে করা হচ্ছিল সে ব্যাপারে জানতে চাইলে সেলিমা রহমান বলেন, ‘দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক যে অবস্থা, তাতে সেটা সম্ভব নয়। সেজন্য তাকে বাসায় চিকিৎসা নিতে হচ্ছে। আর যারা চিকিৎসা দিচ্ছেন, সেই টিমে যারা আছেন, তারা সকলে এক্সপার্ট ফিজিশিয়ান।’

তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবনের ওপর দিয়ে বড় ধরনের একটা ধকল গেছে। সেটি কাটিয়ে ওঠা সহজে সম্ভব হবে না। দেশের সব চেয়ে বড় হাসপাতাল বিএসএমএমইউ-তে চিকিৎসা নিয়েও যিনি সুস্থ হননি, তিনি বাসায় ফিরেই সুস্থ হয়ে উঠবেন, সেটা ভাবা অবান্তর। তবে নিজস্ব পরিবেশে থেকে হয়তো কিছুটা মানসিক প্রশান্তির মধ্যে আছেন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসা দীর্ঘ সময়ের ব্যাপার। দীর্ঘ সময় ফিজিও থেরাপি, দীর্ঘ সময় ফলোআপ এবং কনস্টেন্ট মনিটরিংয়ে মধ্যে তাকে থাকতে হবে।’

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির মধ্যে গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেদিন থেকেই তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে। কয়েক সাপ্তাহ পর পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে দেখে যান। সবশেষ গত সাপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসক টিম বেগম খালেদা জিয়াকে দেখে গেছেন।

পারিবারিক সূত্রমতে, খালেদা জিয়া এখন বেশিরভাগ সময় কোরআন তিলাওয়াত ও তজবিহ পাঠসহ ইবাদত-বন্দেগির মধ্যে থাকেন। এছাড়া টেলিফোনে দুই ছেলের স্ত্রী ও নাতনীদের সঙ্গে কথাও বলেন।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সব কিছু তত্ত্বাবধায়ন করছেন। ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

ইফতার খালেদা রোজা সেহেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর