Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন আঙ্গিকে এলো আয়নাবাজির ‘এই শহর আমার’


৯ মে ২০২০ ১৬:৫২ | আপডেট: ৯ মে ২০২০ ১৮:৪০

করোনাভাইরাসের সংকটকালে রহস্যঘেরা সচেতনতামূলক গল্প নিয়ে দর্শকদের সামনে আবারও ফিরে এসেছে সবার ভালোবাসার ‘আয়নাবাজি’। যেখানে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকুশলীরা কাজ করেছেন ঘরে বসেই।

নতুন আঙ্গিকে ওয়েব সিরিজ হয়ে আয়নাবাজি ফিরে এসেছে মানুষকে জাগাতে আর কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ এবং অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে সিরিজ, ‘ঘরে বসে আয়নাবাজি’।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আবার এলো ওই সিনেমার জনপ্রিয় ‘এই শহর আমার’ গানটি। তবে এবার একটু নতুন করে। একদিন সব আবার ঠিক হয়ে যাবে এমনই এক আশা জাগানিয়া বার্তা রয়েছে গানটিতে।

গানটির কথা লিখেছেন আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা। সুর দিয়েছেন অর্ণব আর কণ্ঠ দিয়েছেন সিবাত তাজওয়ার। ‘তুমি যদি বলো, এই শহর ফিরে পাবে তার আগের রূপ’। আমাদের বিশ্বাস এই মহামারীকে হারিয়ে আবার ঘুরে দাঁড়াবে সবাই। ‘এই শহর আমার, এই মানুষ আমার’। গানটিতে রয়েছে এমন আশা জাগানিয়া বার্তা।

সম্প্রতি নেটফ্লিক্সে ‘এক্সট্রাকশন’ সিনেমাটি প্রকাশ হওয়ার পর ঢাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম নেয়। দর্শক প্রতিক্রিয়ায় উঠে আসে ঢাকা শহরের প্রতি বাসিন্দাদের নির্মোহ আবেগ। শত সুবিধা-অসুবিধা সত্ত্বেও এই শহরটিই আমার। এই মানুষই আমাদের। সব অসুবিধা নিয়েই এই শহর নাগরিকদের প্রিয় ঢাকা শহর। মহামারী করোনায় চীরচেনা শহরের এমন অচেনা রূপে ঢাকাবাসীর অভ্যস্ত নয়- চাই পরিচিত ঢাকা।

এক্সট্রাকশন সিনেমাটিতে শহরের নেতিবাচক উপস্থাপন মেনে নিতে পারেননি দর্শকদের বড় একটি অংশ। দর্শকনন্দিত আয়ানাবাজি সিনেমাটিতে উঠে এসেছিলো নাগরিক আবেগের কেন্দ্রে থাকা ঢাকার ইতিবাচকতা। এবার এ শহরটির ইতিবাচক দিকগুলো উঠে এসেছে ‘এই শহর আমার’ গানটির কথায়। আর রয়েছে মহামীর শেষে চীরচেনা ঢাকা ফিরে পাবার আশাবাদ।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) গানটি রিলিজ হয়েছে ইউটিউবে জনপ্রিয় চ্যানেল র‍্যাবিটহোলে। দেখুন এখানে-

আয়নাবাজি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর