Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার উপসর্গ নিয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু


৯ মে ২০২০ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীতে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এনামুল হক (৪৫) নামের ওই পুলিশ সদস্য ডিএমপির তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৯ মে) সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে তার শরীরে করোনাভাইরাসের জীবাণু আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, করোনার উপসর্গ থাকায় এনামুলকে পৃথক রাখা হয়েছিল। তবে তার সর্দি-কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা শুরু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আক্রান্ত করোনা টপ নিউজ পুলিশ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর