Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত হয়ে দুদকের আরেক কর্মকর্তার মৃত্যু


৯ মে ২০২০ ১৬:৪৮

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি দুপুরের দিকে মারা যান।

এদিকে এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। তিনি ২২তম বিসিএস ক্যাডার ছিলেন।

এর ফলে করোনাভাইরাসে এখন পর্যন্ত দুদকের দুজন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

টপ নিউজ দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর