Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর কোরিয়ায় করোনার ঝুঁকি নিয়ে শি জিনপিংয়ের উদ্বেগ


৯ মে ২০২০ ১৮:৩২

প্রতিবেশী উত্তর কোরিয়ায় করোনাভাইরাস মহামারীর ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পাঠানো এক মৌখিক বার্তার জবাবে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

চীনের সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার (৮ মে) চীনের প্রেসিডেন্টের কাছে এক মৌখিক বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার কিম জং উন। বার্তায় করোনাভাইরাস মহামারী সফলভাবে মোকাবিলা করায় শি জিনপিংয়ের প্রশংসা ও  ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মহামারীটির প্রাদুর্ভাব শুরুর পর উত্তর কোরিয়া এখনও কোন আক্রান্ত বা মৃতের ঘটনা ঘটেছে বলে প্রকাশ করেনি। তবে বিশ্লেষকরা বরাবরই উত্তর কোরিয়ার এমন নীরবতায় সন্দেহ করে আসছেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়াই প্রথম দেশ যারা চীনে করোনা মহামারী শুরু হওয়ার পর সবার আগে দেশটির সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দিয়েছিলো। উত্তর কোরিয়া জানুয়ারির তৃতীয় সপ্তাহেই এ সিদ্ধান্ত কার্যকর করে।

তবে দেশটির স্বাস্থ্য খাতের প্রকৃত অবস্থা নিয়ে প্রায়ই সন্দেহ প্রকাশ করেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, ভাইরাসটির সামান্যতম বিস্তারেই ভেঙে পড়তে পারে দেশটির স্বাস্থ্যখাত। এবার চীনের প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠানোর পর সেদেশে ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় মহামারীর প্রকৃত অবস্থা নিয়ে জল্পনা বাড়লো।

চীনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী জানা গেছে, শি জিনপিং তার ফিরতি বার্তায় জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উত্তর কোরিয়াকে সাধ্যের মত যতটুকু সম্ভব, সব সহায়তা করতে চীন সবসময়ই প্রস্তুত।

উত্তর কোরিয়া করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর