বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে দুঃস্থরা পেলেন খাবার
৯ মে ২০২০ ২১:০৬
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৪৩০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় ৪৩০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া রূপগঞ্জ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের ২৪ জন মসজিদের ইমামকে নগদ অর্থ সহায়তা দেন আওয়ামী লীগ নেতা আনছার আলী।
এ সময় রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো, মোহন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় পূর্বাচল ক্লাব লিমিটেডের উদ্যোগে রূপগঞ্জে ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় পূর্বাচল ক্লাব লিমিটেডের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূর্বাচল ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা শাহ আলম ফটিক, পূর্বাচল ক্লাব লিমিটেডের অর্থ সচিব মোজাহারুল হক শহিদ, মনিরুল ইসলাম, সৈয়দ জাহিদ, গোলাম সরোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।