Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরিস্থিতিতে মুন্সীগঞ্জ কারাগার থেকে ৭১ বন্দির মুক্তি


৯ মে ২০২০ ২৩:১৭

মুন্সীগঞ্জ: করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ক্ষমায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ৭১ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে বিভিন্ন মামলায় লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত এসব বন্দিদের মুক্তি দেওয়া হয়।

জেল সুপার নুরুন্নবী ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাধারণ ক্ষমায় মুক্তির জন্য জেলা কারাগারের ৭১ জন বন্দির একটি তালিকা পাঠানো হয় কারা অধিদফতরে। পরে অধিদফতরের নির্দেশ অনুযায়ী প্রথম ধাপে একজন ও দ্বিতীয় ধাপে ৫ জন কারাবন্দিকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এছাড়া শনিবার তৃতীয় ধাপে ৬৫ কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা কারাগারের ৭১ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান এই কারা কর্মকর্তা।

৭১ বন্দিকে মুক্তি করোনাভাইরাস কারাগার জেলা কারাগার মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর