যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্টের প্রেস সচিব করোনা আক্রান্ত
১০ মে ২০২০ ০০:৩১
যুক্তরাষ্ট্র্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেইটি মিলার নভেল করোনাভাইরাসের আক্রান্ত। শনিবার (৯ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেইটি মিলার মূলত করোনা মোকাবিলায় গঠিত হোয়াইট হাউজ টাস্কফোর্সের কাছ থেকে তথ্য নিয়ে সরকারি বক্তব্যের খসড়া তৈরি করতেন। নভেল করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মিডিয়া ব্রিফিংয়েও তিনি উপস্থিত থাকতেন।
এমনকি শুক্রবারেও (৮ মে) কেইটি মিলারকে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলেক্সান্দ্রিয়া, ভার্জিনিয়া সফর করতে দেখা গেছে। ওই সময় মার্কিন সেন্ট্রাল ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেশনের (সিডিসি) ঘোষিত স্বাস্থ্য সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতেও দেখা যায়নি।
এর আগে, বৃহস্পতিবারের (৯ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আউটডোর প্রার্থনা অনুষ্ঠানেও কেইটি মিলারকে দেখা গেছে।
এদিকে, রোগ সংক্রমণে বিশেষজ্ঞরা বলছেন, প্রেস সচিব হিসেবে কেইটি অবাধে অনেক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন। এছাড়াও, তার স্বামী স্টিফেন মিলার ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও ভাষণ লেখক হিসেবে চুক্তিবদ্ধ আছেন।
এ নিয়ে চলতি সপ্তাহে হোয়াইট হাউজের দুই কর্মকর্তার টেস্টে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।
মাইক পেন্সের প্রেস সচিব কেইটি মিলার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর হোয়াইট হাউজ করোনা হটস্পটে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে।
এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রেস সচিব সিএনএনকে জানিয়েছেন, হোয়াইট হাউজে নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ বা প্রেসিডেন্ট এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে নেই।