Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ১ লাখ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে ডিএসসিসি


১০ মে ২০২০ ১৭:০৮

ঢাকা: রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগরীর অসহায় হতদরিদ্র ছিন্নমূল এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ মে) দুপুরে নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছে। এসব খাদ্য সামগ্রী ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ্ মো. ইমদাদুল হক অঞ্চল-১, অঞ্চল-৩ এবং অঞ্চল ৪ এর মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী দেওয়া হবে। এ সপ্তাহের মধ্যেই বাকি ৪০টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১টি সাবান, ৪০০ গ্রাম গুড়ো দুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

এক লাখ খাদ্যসামগ্রী ডিএসসিসি হতদরিদ্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর