Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমের বাইরে পাকা ভেতরে কাঁচা, আড়তে র‌্যাবের অভিযান


১০ মে ২০২০ ১৭:১৯

ঢাকা: বাইরে হলুদ রঙ দেখে যে কেউই ভাববেন বোধ হয় আমগুলো ভারি সুস্বাদু। কিন্তু না, এর ভেতরে কাঁচা, অপরিপক্ক। কেমিক্যাল দিয়ে পাকানোর ফলে বাইরে সুন্দর রঙ হলেও সেগুলোর ভেতরে কাঁচা রয়ে গেছে। এ কারণে আমের গোড়াউনে অভিযান শুরু করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

রোববার (১০ মে) দুপুর থেকে রাজধানীর বাদামতলী এলাকায় কেমিক্যাল দিয়ে পাকানো এমন আমের আড়তে অভিযান চালান ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০/১৫ অপেক্ষা করতে হতো। কিন্তু অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ীরা এসব আম বিক্রি করছে। যা খুবই দুঃখজনক।’

ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অভিযানে এসে দেখি আমগুলোর বাহিরে হলুদ টসটসে কিন্তু ভিতরে একদম অপরিপক্ক। অভিযান চলছে।’ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

অভিযান আম আমগুলো


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর