Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিডিও কনফারেন্সে নিম্ন আদালতে শুধু জামিন শুনানি হবে


১০ মে ২০২০ ১৯:৫৫ | আপডেট: ১০ মে ২০২০ ২২:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার পর ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচারকাজ শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ক্ষেত্রে বিচারিক আদালতগুলো কেবল জামিন আবেদনের শুনানি করতে পারবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- ভিডিও কনফারেন্সে বিচার চলবে হাইকোর্টের তিন বেঞ্চে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী ১৬ মে পর্যন্ত আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিটি জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ, শিশু আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের  বিচারক, দ্র্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালিয়ে নিতে পারবেন।

বিজ্ঞাপন

তবে সেক্ষেত্রে ভার্চুয়াল আদালতের এখতিয়ার সুনির্দিষ্ট করে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের জারি করা বিশেষ প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে কেবল জামিন সংক্রান্ত বিষয় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করা যাবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ফুল কোর্ট সভায় ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ফুল কোর্ট সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। সভা শেষে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের তিনটি বেঞ্চ মামলার শুনানির জন্য নির্ধারণ করেন দেন।

জামিন শুনানি বিচারিক আদালত ভার্চুয়াল আদালত ভিডিও কনফারেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর