Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের চিকিৎসার অধিকার লঙ্ঘিত হওয়ায় রিট করবে মানবাধিকার কমিশন 


১১ মে ২০২০ ০০:৫৬

ঢাকা: জনগণের চিকিৎসার অধিকার লঙ্ঘিত হওয়ায় আদালতে রিট করবে জাতীয় মানবাধিকার কমিশন। রোববার (১০ মে) কমিশন এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাকালীন সময়ে জনগণ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে কমিশনের বৈঠকে আলোচনা করা হয়। বিশেষত সম্প্রতি রেবেকা সুলতানা চৌধুরী এবং অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার একাধিক হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের নির্দেশনা এবং বারবার কমিশনের সুপারিশ সত্ত্বেও কোন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে করোনা ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই বিভিন্ন হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুবরণ করেন যা মানবাধিকারের চরম লঙ্ঘন। করোনা আক্রান্ত ব্যক্তি এবং অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তির সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন রিট করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, করোনাকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি, আইন-শৃংখলা বাহিনী ও প্রশাসনের সদস্যের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহে কমিশনের বিভিন্ন পদক্ষেপ, দলিত এবং হিজড়া জনগোষ্ঠির মধ্যে ইউএনডিপির সহযোগিতায় ত্রাণ বিতরণ, ২০২০-২১ অর্থবছরের বরাদ্দকৃত বাজেট বিভাজন সম্পর্কে সভায় আলোচনা হয়।

প্রথমবারের মত জাতীয় মানবাধিকার কমিশন অনলাইনে কমিশন সভার আয়োজন করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটি চলমান থাকায় কমিশনের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে অনলাইনে উক্ত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, এনডিসি। উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ; অবৈতনিক সদস্য ড. নমিতা হালদার, এনডিসি, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং চিংকিউ রোয়াজা।

বিজ্ঞাপন

করোনা চিকিৎসা জাতীয় মানবাধিকার কমিশন মিজানুর রহমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর