Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনেই শনাক্ত রোগী হাজার ছাড়ালো, মৃত্যু আরও ১১ জনের


১১ মে ২০২০ ১৪:৪৬

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা এক হাজার জন ছাড়িয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জন। করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে সোমবার (১১ মে) এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন রোগী। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মারা যাওয়া রোগীর সংখ্যা মোট ২৩৯ জনে দাঁড়ালো।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯০২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২৬৭টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২০৮টি।

এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি।

সরকারি ও বেসরকারি মিলিয়ে সারাদেশে ৩৭টি ল্যাবে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

করোনা মোকাবিলা করোনাভাইরাস কোভিড-১৯ বুলেটিন স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর