Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য থেকে ফিরল ১১৪ বাংলাদেশি


১১ মে ২০২০ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যে আটকে পড়া ১১৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানা গেছে। সোমবার (১১ মে) সকালে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার সারাবাংলাকে তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের উদ্যোগে এসব বাংলাদেশি দেশে ফিরে এলেন। দুই শতাধিক নাগরিক দেশে ফিরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে অনেকেই তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে বিশেষ এই ফ্লাইটে ১১৪ জন দেশে ফিরেছেন।

তাহেরা খন্দকার জানান, এর আগে বিশেষ এই চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্যে যান ১৫৪ জন ব্রিটিশ নাগরিক। ফিরতি ফ্লাইটে বাংলাদেশের নাগরিকরা দেশে ফিরলেন।

বিজ্ঞাপন

দেশে ফেরা বাংলাদেশি যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর