Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার উপসর্গ নিয়ে চলন্ত গাড়িতে ব্যাংককর্মীর মৃত্যু


১১ মে ২০২০ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত এক ব্যাংক কর্মকর্তাকে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে মৃত্যু হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীও একই অসুখে ভুগছেন। পরিবারের ধারণা, তারা করোনায় আক্রান্ত।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে তার বাসা। তিনি এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ছিলেন।

মৃতের ভাই সারাবাংলাকে জানান, গত চারদিন ধরে তার ভাই জ্বরে ভুগছিলেন। সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে প্রথমে ব্যক্তিগত গাড়িতে করে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। পথে চলন্ত গাড়িতেই তিনি মারা যান বলে জানিয়েছেন তার ভাই।

তিনি আরও জানান, মৃতের স্ত্রীও কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। তাদের ধারণা, তারা স্বামী-স্ত্রী করোনায় সংক্রমিত।

করোনা ব্যাংক কর্মকর্তা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর