সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা-ওষুধ দিয়েছে সেনাবাহিনী
১১ মে ২০২০ ২০:২৫
সাতক্ষীরা: বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাসের উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ববাধনে ও ৪১ ফিল্ড এ্যামবুলেন্সের পরিচালনায় এই সেবা দেওয়া হয়।
লে. কর্নেল ফারহানার নেতৃত্বে ৫ জন চিকিৎসক দিনব্যাপি এ চিকিৎসা সেবা দেন। সেনাবাহিনীর সদস্যরা এ সময় বিভিন্ন রোগিদের মাঝে বিনামূল্যে ৫২ প্রকার ওষুধ বিতরণ করেন।
এ সময় মেডিকেল অফিসার হিসেবে সেখানে চিকিৎসা দেন- মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাস।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব।