Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত নারীর ছেলে-মেয়েও কোভিড-১৯ পজিটিভ


১১ মে ২০২০ ২০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর (৫৩) ছেলে ও মেয়ের শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে একই পরিবারের বাকি তিনজনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সোমবার (১১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আলামিন হোসেন।

তিনি বলেন, ‘৩ মে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উল্লাপাড়ার ওই নারীর মেয়ের (১৯) শরীরে আগে থেকেই করোনা পজিটিভ ছিল। রোববার রাতে তার ছেলের (২২) নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ আসে। এদের দুজনকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে কোভিড-১৯ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

ডা. আলামিন বলেন, ‘ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সেবাযত্ন করতে গিয়ে তার মেয়েও গত ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হন। ৩ মে রাতে মারা যান ওই নারী। ৪ মে ভোরে নিজ বাড়িতে মৃতদেহ নিয়ে তথ্য গোপন করে উল্লাপাড়া পৌর এলাকার কবরস্থানে দাফন করা হয়। সে সময় অনেকেই তার জানাজায় অংশ নেয়।’

খবর পেয়ে ওই পরিবারের প্রত্যেকের নমুনা সংগ্রহ ও আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয় বলে জানান তিনি।

উল্লাপাড়া করোনা কোভিড-১৯ পজিটিভ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর