Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু


১১ মে ২০২০ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী ফুসফুসের ক্যানস্যারেও ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পারসন ডা. আব্দুর রব সারাবাংলাকে বলেন, ‘গত ২৮ এপ্রিল রোগী জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর আইসিইউ থেকে আইসোলেশনে নেওয়া হয়। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। করোনা স্থিতিশীল হলেও ক্যানসার একেবারে ফাইনাল স্টেজে ছিল। সেজন্যই মূলত মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

৬৫ বছর বয়সী ওই নারীর বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত ওই নারীকে গত ২১ এপ্রিল নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়।

২৪ এপ্রিল ওই নারী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। ২৭ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯ জন।

করোনা কোভিড মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর