Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধ করা যাবে বিকাশে


১১ মে ২০২০ ২০:৫৭

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামে ওয়াসার বিল এখন খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাবে। ফলে কোভিড-এর বিস্তার প্রতিরোধের এই সময়ে গ্রাহকরা কোথাও না গিয়ে ঘরে বসেই যেকোনো সময় নিজের এবং অন্যের পানির বিল পরিশোধ করতে পারবেন।

ঢাকা ওয়াসার ৩ লাখ ৮০ হাজার এবং চট্টগ্রাম ওয়াসার প্রায় ৭২ হাজার গ্রাহক কোনো বাড়তি চার্জ ছাড়াই চলতি মাসের বিল বা বকেয়াসহ বিল বিকাশে পরিশোধ করতে পারবেন। ফলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বাড়তি সময় ও অর্থ ব্যয় না করেই সহজ, ঝামেলাহীন এবং নিরাপদে পানির বিল পরিশোধের সেবা নিশ্চিত হল। গ্রাহক চাইলে তার পানির বিলের পরিমানও বিকাশ থেকে চেক করে দেখতে পারবেন। এছাড়া, বিল পরিশোধের সঙ্গে সঙ্গেই তিনি পেয়ে যাবেন একটি ই-রশিদ যা ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে পারবেন।

বিজ্ঞাপন

বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল অপশন থেকে পানি এবং ঢাকা ওয়াসা বা চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিলের মাস নির্বাচন করবেন। এরপর গ্রাহক তার বিল নম্বরটি দিবেন। পরে বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ সম্পন্ন করবেন।

তাৎক্ষণিকভাবেই বিল পরিশোধ হয়ে যাবে এবং গ্রাহক সেবাদাতা প্রতিষ্ঠান ও বিকাশ লোগো সংবলিত একটি ই-রশিদ পাবেন। গ্রাহক চাইলে তার বিল নম্বরটি বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারেন যা ভবিষ্যতের বিল দেওয়া আরও সহজ করবে।

*২৪৭# ডায়াল করে কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করেও পানির বিল পরিশোধের সুযোগ রয়েছে বিকাশে।

উল্লেখ্য বিকাশের মাধ্যমে সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক।

এছাড়া গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ডিটিএইচ, সিটি করপোরেশন ট্যাক্স-সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফিও বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ওয়াসা টাকা বিক্যাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর