Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৬৯, মৃতের সংখ্যা ১১


১২ মে ২০২০ ১৪:৪৫

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৬৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জন। এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৬৩৮ ‍টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ৮৪৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩টি। এর মধ্যে ৯৬৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০।

তিনি জানান, নতুন মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে ঢাকার পাঁচজন ও ঢাকার বাইরের ছয়জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ হাজার ১৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫২ জনকে। বর্তমানে সারাদেশে আইসোলেশনে রয়েছেন ৮ হাজার ৬৩৪জন।

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর