Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলনে বাক বিতন্ডায় জড়ালেন ট্রাম্প


১২ মে ২০২০ ১৪:৫৩ | আপডেট: ১২ মে ২০২০ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে সোমবার (১১ মে) সিবিএস নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে সংবাদ সম্মেলন আকস্মিকভাবে সমাপ্ত ঘোষণা করে চলে যান। খবর ব্লুমবার্গ।

এর আগে, সিবিএস নিউজের চীনা বংশোদ্ভূত আমেরিকন রিপোর্টার ওয়েজিয়া জিয়াং ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, ভাইরাস টেস্টের প্রশ্নে তিনি কেন জোর দিয়ে বলেই যাচ্ছেন অন্যান্য দেশের তুলনায় আমেরিকা ভালো করছে?

জিয়াং আরও জানতে চান, আমেরিকানদের ব্যাপক প্রাণহানির ভেতরও প্রেসিডেন্ট কিভাবে দৃশ্যটাকে প্রতিযোগিতাপূর্ণ ভাবছেন?

বিজ্ঞাপন

https://youtu.be/LWfOSt7Ns-0

জবাবে ট্রাম্প বলেন, এ প্রশ্ন আমাকে নয় চীনকে করতে হবে।

জিয়াং জানতে চান, উদ্দেশ্যপূর্ণভাবে আপনি আমাকে কেন চীনকে প্রশ্ন করতে বলছেন?

জবাবে ট্রাম্প বলেছেন, এ ধরনের নোংরা প্রশ্ন আমাকে যেই করতো, আমি তাকেই এ পরামর্শ দিতাম।
এরপর ট্রাম্প অন্য রিপোর্টারের প্রশ্ন নিতে উদ্যোগী হন। কিন্তু জিয়াং অনবরত তার জবাব পাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন।

এরই এক পর্যায়ে ট্রাম্প হঠাৎ সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করে রোজ গার্ডেন থেকে হোয়াইট হাউজের দিকে হাঁটা শুরু করেন।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখেরও বেশি, যা এই মুহুর্তে বিশ্বে সর্বোচ্চ।

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস মার্কিন প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর