Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে একজন নিহত


১২ মে ২০২০ ১৮:৪৮

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: এলাকায় আধিপত্যের বিরোধে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষরা সড়কে ব্যারিকেড দিয়ে অ্যাম্বুলেন্সে হামলা করে। এসময় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত জহিরুল ইসলাম (৩৭) দক্ষিণ সাধনপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক চালক বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার সারাবাংলাকে বলেন, ‘জহিরুলের পরিবারের সঙ্গে একই গ্রামের আরেকটি পরিবারের গত ৫-৬ বছর ধরে বিরোধ চলছে। জায়গা-জমি নিয়ে বিরোধের সূত্রপাত হলেও বর্তমানে সেটা এলাকায় আধিপত্য বিস্তারে গিয়ে ঠেকেছে। দুই পরিবারের সঙ্গে গ্রামের মানুষও দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এর আগেও তাদের বিরোধে একটি খুনের ঘটনা ঘটেছিল।’

ওসি বলেন, ‘গত (সোমবার) রাতে জহিরুলের সঙ্গে প্রতিপক্ষ কয়েকজনের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে জহিরুল রাস্তায় দাঁড়িয়েছিল। এসময় কয়েকজন তার পেটে ছুরিকাঘাত করে। আহত জহিরুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে দক্ষিণ সাধনপুর এলাকায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স পার হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ব্যারিকেড দিয়ে সেটি আটকে হামলা করে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা আরও দুজন আহত হন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই জহিরুল মারা যান।’

ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর