Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গে বাসে মৃত্যু, পথে নামিয়ে দেওয়া হলো মরদেহ


১২ মে ২০২০ ২২:৪৪

জয়পুরহাট: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে বাসে মৃত্যু হয়েছে একজনের। সে সময় বাস থেকে মরদেহ ও মৃত ব্যক্তির আত্মীয়কে নামিয়ে দেন অন্যান্য যাত্রীরা। মঙ্গলবার (১২ মে) ভোরে জয়পুরহাটের হিচমী নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫০)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।

এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাতে তার শাশুড়ি তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায়ই তার মৃত্যু হয়। এসময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে শাশুড়িসহ তাদের বাস থেকে নামিয়ে দেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনা করোনাভাইরাস জয়পুরহাট টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর