Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৮শ পোশাক কর্মীকে ইফতার দিল কোতোয়ালী থানা


১৩ মে ২০২০ ০১:০৪

চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে ৮শ পোশাক কর্মীকে ইফতার দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের এই উদ্যোগে সহযোগিতা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আল মানাহিল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়, কোতোয়ালী মোড়, টাইগারপাস মোড়সহ বিভিন্ন স্পটে পোশাক কারখানার বাস থামিয়ে ইফতার সামগ্রী বিতরণ করে পুলিশ।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘প্রথম রমজান থেকে আমরা কোতোয়ালী থানার পক্ষ থেকে ভ্রাম্যমাণ ইফতার পার্টির আয়োজন করছি। প্রতিদিন ভাসমান দুঃস্থ, অসহায় ১শ মানুষের সঙ্গে আমরা ইফতার করছি।মঙ্গলবার আমরা বেছে নিয়েছিলাম পোশাক শ্রমিকদের। কারণ এই সংকটের মধ্যেও তারা কাজ করে যাচ্ছেন, অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা পালন করছেন। বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমরা ৮শ পোশাক কর্মীর মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছি।’

ওসি জানান, চলমান সংকটের মধ্যে ভ্রাম্যমাণ ইফতার পার্টির এই আয়োজন পুরো রমজান মাসজুড়ে চলবে।

৮শ পোশাক শ্রমিক ইফতারি বিতরণ কোতোয়ালি থাকা পুলিশ চট্টগ্রামের পোশাক শ্রমিক

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর