Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের অপরাধে যুবকের তিন মাসের জেল


১৩ মে ২০২০ ০১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ৩ মাসের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১২ মে) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী এই সাজা দেন। ইভটিজার আলতাফুর রহমান (২৫) পেশায় একজন রডমিস্ত্রী। তার বাড়ি পৌরশহরের গোবিন্দনগর মুন্সিরহাট।

পুলিশ জানায় সকালে মুন্সিরহাট এলাকার আধা বয়সী এক নারীকে অসৎ উদ্দেশ্যে উত্যক্ত করছিলো ওই রডমিস্ত্রি। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উত্যক্তকারি যুবককে আটক করে। পরে স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ইভটিজিংয়ের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার এএসআই আবুল কালাম, পেশকার বজলুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

ইভটিজিং ঠাকুরগাঁও যুবকের জেল

বিজ্ঞাপন

কুয়েটে ক্লাস শুরু
২৯ জুলাই ২০২৫ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর