Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ঈদের ছুটিতে কারফিউ


১৩ মে ২০২০ ০১:৪৩ | আপডেট: ১৩ মে ২০২০ ১২:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব। করোনাভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

দেশটির রাষ্ট্রিয় সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানা গেছে, আগামী ২৩ থেকে ২৭ মে ঈদুল ফিতরের ছুটির পাঁচ দিন সৌদি আরবে পুরোপুরি লকডাউন পরিস্থিতি বিরাজ করবে। লকডাউন বাস্তবায়ন করতে এসময় কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ছুটি শুরু হওয়ার আগে পুরো রমজান মাসে দেশটিতে দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার পূর্বের সিদ্ধান্ত এখনও বহাল আছে। বৃহস্পতিবার থেকে মক্কা ছাড়া সৌদি আরবের অন্যান্য যেকোন অঞ্চলের বাসিন্দারা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান ও ভ্রমণ করতে পারবেন। তবে এই আট ঘণ্টা করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে যেসব নির্দেশনা রয়েছে সেগুলো কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সৌদি আরবে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪২ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

করোনাভাইরাস সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর