Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ত্রাণ প্রদান


১৩ মে ২০২০ ০১:৪৮

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে সাভারের আশুলিয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। মঙ্গলবার (১২ মে) সাভারের আশুলিয়ার আউকপাড়া ও ঘোষবাগ এলাকায় নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, যতদিন দেশে করোনাভাইরাস আছে ততদিন সরকারী ভাবে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ত্রাণ বিতরণে কেউ নতুন করে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণের এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান শাহেদ উপস্থিত ছিলেন।

ডা. এনামুর রহমান ত্রাণমন্ত্রী ডা. মো. এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সাভার আশুলিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর