Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ভার্চুয়াল আদালত বর্জন আইনজীবীদের


১৩ মে ২০২০ ০৩:২৫

মুন্সীগঞ্জ: ভার্চুয়াল আদালত বর্জন করেছেন মুন্সীগঞ্জের আইনজীবীরা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই এই আদালত চালু হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

মঙ্গলবার (১২ মে) জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার আইনজীবীদের অনেকেই ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়টি বোঝেন না। অনেকেই প্রশিক্ষিত নন। একইসঙ্গে অনেক বিচারকও ভার্চুয়াল আদালত সম্পর্কে প্রশিক্ষিত নন।

বিজ্ঞাপন

কোনো প্রশিক্ষণ ছাড়াই ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়টি আইনজীবীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন আমানউল্লাহ। তিনি বলেন, এ কারণেই ভার্চুয়াল আদালতের বিপক্ষে অবস্থান নিয়েছেন জেলার আইনজীবীরা।

ভার্চুয়াল আদালত ভার্চুয়াল আদালত বর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর