ঢাকা: দিনভর ঝলমলে রোদে মৃদু তাপপ্রবাহ বইবে সারাদেশে। তবে দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি ফেরাবে রাতের দিকে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের এক পশলা বৃষ্টি হতে পারে।
বুধবার (১৩ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম এমন সম্ভাবনার কথাই জানালেন।
তিনি সারাবাংলাকে জানান, আজ দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনাও কম। রাতের দিকে তবে রাজশাহী, রংপুর সিলেট অঞ্চলের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঝলমলে রোদের তাপ প্রবাহ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বরিশাল ও খুলনা অঞ্চলে ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রির মৃদু তাপ প্রবাহ বইবে। যার প্রভাব থাকবে রাজধানীসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলগুলোতে। তবে এর প্রভাবে রাতের দিকে হয় তো সামান্য পরিমাণে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। অন্যথায় আকাশ শুষ্ক থাকবে বলেও জানান তিনি।