Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সাড়ে ৪ কোটি মানুষকে সহায়তা দিয়েছে সরকার


১৩ মে ২০২০ ১৬:৩১ | আপডেট: ১৩ মে ২০২০ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সাধারণ ছুটির মধ্যে ক্ষতিগ্রস্ত সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। এসব মানুষের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা দিতে এ পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার ( ১৩ মে) তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাদ্দ করা খাদ্য সামগ্রীর মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ১৯ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ২ লাখ ৪ হাজার এবং উপকারভোগী মানুষের সংখ্যা চার কোটি ৫৫ লাখ ২৯ হাজার জন।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী কেনার জন্য ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৮৫ কোটির বেশি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৫৩ কোটি আট লাখ ৬০ হাজার ২৩ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬১ লাখ ২৪ হাজার ৩৮৮টি, উপকারভোগীর নাগরিকের সংখ্যা তিন কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৮৮৯ জন।

বিজ্ঞাপন

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৭ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৪৯৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ ১০ হাজার ২০৪টি এবং লোকসংখ্যা সাড়ে আট লাখ।

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ত্রাণ সহায়তা সরকারের ত্রাণ সহায়তা সাড়ে চার কোটি মানুষকে সহায়তা সাধারণ ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর