স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে ১০০ দোকান বন্ধ
১৩ মে ২০২০ ১৯:৪২
চট্টগ্রাম ব্যুরো: স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় চট্টগ্রাম নগরীতে প্রায় ১০০টি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈদ্যুতিক সরঞ্জামের দোকানগুলোতে অভিযান চালায় নগরীর কোতোয়ালি থানা পুলিশ।
নগরীর নন্দনকাননে রাইফেল ক্লাব মার্কেট ও মুসাফিরখানা মার্কেট এবং তিনপোলের মাথা এলাকায় আরও তিনটি মার্কেটে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানগুলোতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা।
এসি নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে ১০ মে থেকে মার্কেটগুলোতে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানগুলো খোলা হয়। কিন্তু বেচাকেনার ক্ষেত্রে তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না। আমরা সরেজমিনে গিয়ে স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পেয়ে প্রায় একশটির মতো দোকান বন্ধ করে দিয়েছি। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
মার্কেট-শপিংমলে দোকান খোলার ক্ষেত্রে সিএমপির নির্দেশনার মধ্যে আছে, সরকার ঘোষিত নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে দোকান-পাট ও শপিংমল খোলা এবং বন্ধ করা, মার্কেট-শপিং মলের দুই কিলোমিটারের মধ্যে বসবাসরতরা শুধু আসতে পারবেন মার্কেট-শপিং মলে, বসবাসের এলাকা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্রেতার কাছে পণ্য বিক্রি না করা, প্রত্যেক ক্রেতাকে ব্যক্তিগত আইড কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুৎ-গ্যাস ও পানির বিলের মূল কপি সঙ্গে রাখতে হবে এবং মার্কেট-শপিং মলে ঢোকার সময় সেগুলো সঙ্গে আছে কি না, তা নিশ্চিত হয়ে ঢুকতে দিতে হবে। বয়স্ক, শিশু ও অসুস্থদের মার্কেট-শপিং মলে ঢুকতে না দেওয়া, শপিং মলের প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা আলাদা নির্ধারণ করা এবং শপিং মলে আসা যানবাহনগুলোকে জীবাণুমুক্ত করা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘মার্কেট কিংবা দোকানগুলোতে প্রবেশের সময় জীবাণুনাশক চেম্বার আমরা কোথাও দেখিনি। কোনো কোনো নামেমাত্র হ্যান্ড স্যানিটাইজার রাখা হলেও সেগুলোর ব্যবহার তেমন দেখিনি। ক্রেতা-বিক্রেতাদের অনেকের মুখে মাস্ক ছিল না। এছাড়া সামাজিক দূরত্বও নিশ্চিত করা হয়নি। সেজন্য আমরা দোকানগুলো বন্ধ করে দিয়েছি।’
একশ দোকান বন্ধ চট্টগ্রাম দোকান বন্ধ বৈদ্যুতিক সরঞ্জামের দোকান