Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল নেতা রিপনকে জনসম্মুখে আনার দাবি রিজভীর


১৩ মে ২০২০ ১৯:৫২ | আপডেট: ১৩ মে ২০২০ ২০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপনকে জনস্মুখে আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদল নেতা রিপনকে তুলে নিয়ে গেছে র‌্যাব। আমরা অবিলম্বে তার সন্ধান দাবি করছি। তার পরিবার তার জন্য উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘অতীতে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশ্যে রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছে না আইনশৃঙ্খলা বাহিনী। আমরা অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এবং জনসম্মুখে আনার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

ছাত্রদল নেতা রিপন রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর