বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
১৩ মে ২০২০ ২১:০৮
নারায়ণগঞ্জ: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর নির্দেশনায় বুধবার (১৩ মে) বিকেলে সলমা গ্রুপের সত্ত্বাধিকারী চৌধুরী হানিফ মোহাম্মদ শোয়েবের পক্ষ থেকে উপজেলার নোয়াপাড়া ও বিশ্বরোড খালপাড় এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তারাবো পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউনসিলর আনোয়ার হোসেন। এ সময় যুবলীগ নেতা বিল্লাল হোসেন মাতবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৭০০ ছাত্রছাত্রীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময়, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আবুল কালাম, গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।