Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ


১৩ মে ২০২০ ২১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে হতদ‌রিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর নির্দেশনায় বুধবার (১৩ মে) বিকেলে সলমা গ্রুপের সত্ত্বাধিকারী চৌধুরী হা‌নিফ মোহাম্মদ শোয়েবের পক্ষ থেকে উপজেলার নোয়াপাড়া ও বিশ্বরোড খালপাড় এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তারাবো পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউনসিলর আনোয়ার হোসেন। এ সময় যুবলীগ নেতা বিল্লাল হো‌সেন মাতবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বুধবার দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ম‌জিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৭০০ ছাত্রছাত্রীর মা‌ঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

এ সময়, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আবুল কালাম, গোলাকান্দাইল ম‌জিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর