Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রয়োজনে মার্কেটে না যাওয়ার অনুরোধ দোকান মালিক সমিতির


১৩ মে ২০২০ ২২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদ কেনাকাটায় প্রয়োজন না হলে মার্কেটে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার (১৩ মে) এক ভিডিও বার্তায় সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন এ আহ্বান জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘মার্কেটগুলোতে ক্রেতা সাধারণ আসতে শুরু করেছে। কিন্তু আমরা লক্ষ করলাম যে, ক্রেতা সাধারণের মাঝে কিছু শৈথিল্য আছে। আমি সবাইকে করজোড়ে অনুরোধ করব, এটি আমাদের জন্য সবচেয়ে স্বাস্থ্যঝুঁকির মাস। অতএব আমরা নিজ নিজ জায়গা থেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার সদাই করি এবং প্রয়োজন না হলে মার্কেটে না আসার অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

জানতে চাইলে দোকান মালিক সমিতির সভাপতি সারাবাংলাকে বলেন, ‘ক্রেতাদের অনেকেই নিয়ম মানছেন না। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের অপ্রয়োজনে মার্কেটে না আসতে অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১০ মে থেকে সীমিত পরিসরে দোকান, বিপণি বিতান ও শপিংমল খোলা রয়েছে। তবে নিরাপত্তা বিবেচনায় বড় বড় শপিংমল ও বেশিরভাগ বড় মার্কেট বন্ধ রয়েছে। যে সব দোকান খোলা রয়েছে সেখানেও বিক্রেতা ও বেচাকেনা কম বলে দোকানিরা জানিয়ে আসছেন। একইভাবে ক্রেতারা নিয়ম মানছে না বলেও সরকার ও মালিকপক্ষ জানিয়ে আসছে।

ঈদ ঈদের কেনাকাটা টপ নিউজ শপিং মার্কেট