Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা পরিষদের বৈঠক বর্জন করেছে রাশিয়া ও চীন


১৩ মে ২০২০ ২৩:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত রুদ্ধদ্বার ভিডিও কনফারেনসকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে মঙ্গলবার (১২ মে) রাশিয়া ও চীন এই সভা বর্জন করেছে। খবর এএফপি।

এ ব্যাপারে নাম প্রকাশ না করে নিরাপত্তা পরিষদের একজন সদস্য এএফপিকে জানিয়েছেন, ভিডিও কনফারেনসে রাশিয়া ও চীনের স্ক্রিন ফাঁকা ছিল। কেউ যোগ দেয়নি।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত ভ্যাসিলি নেবেনজিয়া এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ওই বৈঠকের ব্যাপারে মস্কোর পক্ষ থেকে একটিই অনুরোধ ছিল – উন্মুক্ত পরিসরে যেনো বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু দুঃখজনকভাবে, নিরাপত্তা পরিষদের পশ্চিমা অংশীদার ও তাদের মিত্ররা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠানের ওপর জোর দিয়েছে। যদিও, নিরাপত্তা পরিষদের মূলমন্ত্র প্রকাশ্য ও স্বচ্ছতার সঙ্গে বৈঠক অনুষ্ঠান।

বিজ্ঞাপন

অন্যদিকে, এ ব্যাপারে চীনের কাছে জানতে চেয়ে কোনো উত্তর পায়নি এএফপি।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কয়েকটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এর আগেও একটি ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তারপড়।চীনের প্রতি অনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) তহবিল দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র।

চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর