Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় দুই চিকিৎসক ও দুই ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত


১৩ মে ২০২০ ২৩:৫৩

মাগুরা: মাগুরায় দুই চিকিৎসক ও দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দুই জন চিকিৎসক মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্মকর্তা। এছাড়া মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ও শ্রীখল ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানও আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মাগুরা জেলায় বুধবার পর্যন্ত ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।

বিজ্ঞাপন

জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, সোমবার সন্দেহজনক ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার তাদের মধ্য থেকে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরেকজন মেডিকেল অফিসার। এছাড়া বাকি দুই জন নাকোল ও শ্রীখলের ইউপি চেয়ারম্যান।

করোনাভাইরাস টপ নিউজ মাগুরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর