Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: চট্টগ্রামে থানার ওসিসহ একদিনে শনাক্ত ১৩ পুলিশ


১৩ মে ২০২০ ২৩:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) একদিনে ১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিএমপিতে কর্মরত সহকারী কমিশনার-ওসিসহ ৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

বুধবার (১৩ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় এই পুলিশ সদস্যের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক ১৩ জন আক্রান্তের তথ্য সারাবাংলাকে জানিয়েছেন।

সিএমপি সূত্রমতে, আক্রান্ত ১৩ জনের ১০ জনই সদরঘাট থানার। এদের মধ্যে আছেন সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী, দুই জন এএসআই এবং সাত জন কনস্টেবল। আক্রান্ত কনস্টেবলদের একজন ওসি’র দেহরক্ষী, আরেকজন গাড়িচালক।

সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘আক্রান্তদের কারও শরীরেই তেমন কোনো উপসর্গ নেই। কারও কারও হালকা জ্বর আছে।’

সদরঘাট থানায় এর আগেও তিন জন কনস্টেবল করোনায় আক্রান্ত হন। এ নিয়ে ওই থানার ১৩ জন আক্রান্ত হলেন।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘প্রথম যখন একজন শনাক্ত হয়েছিলেন, তখনই আমরা তাদের সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের কোয়ারেনটাইনে পাঠিয়ে দিই। আজ (বুধবার) যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তারা অলমোস্ট গত ১০ দিন ধরে আইসোলেশনে আছেন। থানার নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। এতে কোনো সমস্যা নেই।’

এদিকে, বুধবার শনাক্ত ১৩ জনের মধ্যে বাকি তিন জন সিএমপির এসএএফ শাখার সদস্য। তারা দামপাড়া পুলিশ লাইনের ব্যারাকে বসবাস করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সিএমপিতে এর আগেও ৩১ জন আক্রান্ত হয়েছেন, যাদের অধিকাংশই ট্রাফিক সদস্য। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এছাড়া র‌্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত পুলিশের একজন এএসআইও আক্রান্ত হিসেবে আছেন।

সারাবাংলা/আরডি/টিআর

করোনায় আক্রান্ত টপ নিউজ পুলিশ করোনায় আক্রান্ত সিএমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর