Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত


১৩ মে ২০২০ ২৩:৩০ | আপডেট: ১৪ মে ২০২০ ০০:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) গভীর রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী সারাবাংলাকে জানান, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনি থেকে ৭২ বছর বয়সী বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার মৃত্যু হয়েছে।

বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদ জানান, ওই বৃদ্ধের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। বুধবার নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন।

বুধবার (১৩ মে) রাত পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ‍হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৬।

করোনায় আক্রান্ত মৃতদেহের নমুনায় করোনা শনাক্ত

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর