Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে আরও ৪ নার্স করোনা পজিটিভ, শনাক্ত বেড়ে ১৪


১৪ মে ২০২০ ০০:১৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে বুধবার (১৩ মে) সন্ধ্যায় দুই চিকিৎসকসহ পাঁচ জন করোনা পজিটিভ শনাক্তের পর এদিন রাতে আরও চার নার্স করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

শনাক্ত হওয়া চার নার্স রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে (স্টাফ নার্স) কর্মরত ছিলেন। তারা আগে একই হাসপাতালে করোনা শনাক্ত হওয়া আরেক সেবিকার সংস্পর্শে এসেছিলেন।

বুধবার রাত সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই চিকিৎসক।

বুধবার সন্ধ্যায় জেলায় নতুন করে উপজেলা সদরে দুইজন চিকিৎসক, রাজস্থলীতে একজন ও বিলাইছড়ির দুই জনের করোনা শনাক্ত হয়েছে। রাতে আরও চার সেবিকার করোনা শনাক্তের খবরে একদিনে রাঙ্গামাটিতে সর্বোচ্চ নয় জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এর আগে, ৬ মে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এক নার্স ও জেলা শহরের রিজার্ভবাজার এলাকায় নয় মাসের এক শিশুসহ চার জনের দেহে প্রথম করোনা শনাক্ত হয়। পরে মঙ্গলবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরেক নার্সের দেহে করোনা শনাক্ত হয়।

এনিয়ে রাঙ্গামাটিতে শিশু, চিকিৎসক, নার্সসহ ১৪ জনের দেহে করোনা শনাক্ত হল। তবে প্রথমে শনাক্ত হওয়া চারজনের দ্বিতীয় দফায় রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

করোনা করোনাভাইরাস টপ নিউজ রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর