Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তা অধিকারের মনজুর শাহরিয়ার করোনায় আক্রান্ত


১৪ মে ২০২০ ০০:১২ | আপডেট: ১৪ মে ২০২০ ০০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) নমুনা পরীক্ষার ফলে তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে মনজুর শাহরিয়ার নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে নমুনা নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে আমাকে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে।’ মনজুর বাসাতেই বিধি মেনে আইসোলেশনে আছেন বলে জানান এবং সবার দোয়া চান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও ভেজাল পণ্য প্রতিরোধে বিভিন্ন অভিযানের কারণে ভোক্তাদের কাছে আলোচিত নাম মনজুর শাহরিয়ার। বিশেষ করে গত বছর শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে জরিমানা করে আলোচনায় আসেন তিনি। ওই সময় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে সড়ক ও জনপথ অধিদফতরে বদলিও করা হয়। পরে অবশ্য সে বদলির আদেশ বাতিল করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

৬ ঘণ্টা পর খুলে দেওয়া হলো উত্তরা আড়ং

৭০০ টাকার পাঞ্জাবি ১৩০০ টাকা, ২৪ ঘণ্টার জন্য বন্ধ উত্তরা আড়ং

অফিসার্স ক্লাব ক্যান্টিনে জরিমানা করে বদলির হুমকি পান শাহরিয়ার!

কোভিড-১৯ টপ নিউজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোক্তা অধিকারের উপপরিচালক মনজুর মো. শাহরিয়ার